দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত নদীর উত্তর মাদার্শার আমতোয়া পয়েন্ট থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এ অভিযান চালানো হয়।
হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, এপ্রিল থেকে হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুম শুরু হবে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারিদের কাছে খুবই কার্যকর অস্ত্র হচ্ছে ঘেরা জাল।
তাই মা মাছের বিচরণ নির্বিঘ্ন করতে নানান প্রদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে হালদায় নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান চালানো হচ্ছে। শুক্রবার চালানো অভিযানে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই