চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বদরুদ্দীন বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বদরুদ্দীন শ্যামলী পরিবহনের সুপারভাইজার ছিলেন।
বার আউলিয়া হাইয়ে থানার ওসি কাজী নাজমুল হক বলেন, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের বাসকে তিশা পরিবহনের আরেকটা বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে শ্যামলী বাসের সুপারভাইজার গাড়ি থেকে পরে চাকার নিচে চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে বাস দুটিকে জব্দ করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই