চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা আগামী রবিবার থেকে শুরু হবে। মেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজন এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বইমেলা অনুষ্ঠিত হবে।
এবারের মেলায় ১ লাখ ৩০ হাজার বর্গফুটে ২৫টি ডাবল ও ৭০টি সিঙ্গেল স্টল থাকবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা মেলায় থাকবে বঙ্গবন্ধু কর্নার, নারী লেখক কর্নার, শিশু কর্নার ও ওয়াইফাই জোন।
শুক্রবার দুপুরে মেলা প্রাঙ্গণে জিমনেশিয়াম চত্বরে বইমেলার প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সদস্য সচিব চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, কবি ওমর কায়সার, অভিক ওসমান, জামাল উদ্দিন, সাইফুদ্দিন আহমেদ সাকী, কামরুল হাসান বাদল, সাইফুল আলম বাবু, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, চসিক উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, কবি আইয়ুব সৈয়দ ও আলী প্রয়াস প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই