চট্টগ্রামে বাসচাপায় জয়নাল আবেদীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আবদুল জব্বার নামে আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের পটিয়া বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত জয়নাল ও তার বন্ধু মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলে চাপা দেয় অজ্ঞাত একটি বাস। এতে ঘটনাস্থলেই জয়নাল মারা যান। আহত হন আরেকজন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই