চট্টগ্রামে অপহৃত দুবাই প্রবাসী হারুন সিকদারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকা থেকে উদ্ধার করে দক্ষিণ রাঙ্গুনীয়া থানা পুলিশ। এরআগে গত ৪ অক্টোবর রাঙ্গুনীয়া পূর্ব সরফভাটা সিকদার পাড়া এলাকা থেকে অপহৃত হন প্রবাসী হারুন সিকদার।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেম শামীম বলেন, গত ৪ অক্টোবর রাতে অপহৃত হন হারুন। অপহরণের কয়েক ঘণ্টা পর পরিবারের চাঁদার দাবিতে ফোন আসে। এরপর দক্ষিণ রাঙ্গুনীয়া থানায় জিডি করেন তার পরিবার। অভিযোগ পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে রাঙামাটি থেকে উদ্ধার করা হয়। শুক্রবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল