বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, রাজপথে আমাদের আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে আসছে। তাই আওয়ামী লীগ আবোল-তাবোল বকতে শুরু করেছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের এম এ সবুর আবাসিক মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণসমাবেশে সফল করার লক্ষ্যে বায়েজিদ থানা বিএনপির এ প্রস্তুতি সভার আয়োজন করে।
এসময় তিনি আরও বলেন, তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও শাসকদলের ক্যাডারদের তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাতে লেলিয়ে দিয়েছে। তারা আবারো অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়। বিএনপি অবৈধ পথে ক্ষমতায় যেতে চায় না। বিএনপির খুঁটির জোর হলো এ দেশের জনগণ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ