নিখোঁজের দুইদিন পর হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থী মুহাম্মদ আনাসের লাশ। শনিবার সকালে নদীর গড়দুয়ারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হালদা নদীর স্লুইচ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আনাস ওই এলাকার আবু তাহেরের ছেলে।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শাহাজাহান বলেন, গত বৃহস্পতিবার বিকেলে হালদা নদীর পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলার সময় ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন বলটি আনতে তিন কিশোর হালদা নদীতে ঝাঁপ দেয়। দুইজন ফিরে আসতে পারলেও আনাস তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একদল কর্মী নদীতে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান চালায়। শনিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এএম