সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। শনিবার সকালে চট্টগ্রামে ‘মিট দ্যা প্রেসে’ এমন অভিযোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাস্সান সাকিব, চট্টগ্রাম মহানগর সভাপতি সাজিদ ইকবাল, সেক্রেটারী মামুন জোয়ারদার প্রমুখ।
ইবরাহিম অভিযোগ করে বলেন, এই সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। তাদের এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এর অধীনে সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সকল বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও দলগুলোর দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি। অবিলম্বে সকল মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।
সৈয়দ ইবরাহিম আরো বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চলছে। আইনের শাসন বলতে কিছু নেই। গুম, খুন, হামলা, মামলা নিত্যদিনকার ঘটনা। মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নেই। ঘর থেকে বের হলে আবার সুস্থ শরীরে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। অনিয়ম দুর্নীতিতে দেশটা ডুবছে, সিন্ডিকেট ব্যবসা, চাঁদাবাজি সর্বোপরি ব্যাংক লোপাট করে বিদেশে অর্থ পাচার কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল