তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদে স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা এসএম কাজেম এই আয়োজন করেন। মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর বুড়া মসজিদের খতিব মাওলানা শোয়াইব রেজা।
এ সময় উপস্থিত ছিলেন ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাফফর আহমেদ, আওয়ামী লীগ নেতা মাসুক আহমেদ, নুরুল কবির দুলাল, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. জাফর, আওয়ামী লীগ নেতা মো. এনাম, আশুতোষ কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগ নেতা বোরহান উদ্দিন বাবলু, কলেজ ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক তাওহীদুল কবির, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মাশফিক সতেজ, ৬নং ইউপি সদস্য মো. আলী, ৭নং ইউপি সদস্য মো. আশিক উল্লাহ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এ রহমান সোহেল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ