পাচারের সময় একটি বিপন্ন প্রজাতির উল্লুক উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারের সাথে সম্পৃক্ততার অভিযাগে গ্রেফতার করা হয় মো. মাজহারুল এবং মো. মুবিন নামে দুই ব্যক্তিকে। শনিবার সকালে লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে উল্লুকটি উদ্ধার করা হয়।
জেলার লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুকটি উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা উল্লুুকটি বান্দরবানের আলীকদম এলাকা থেকে ধরে চকরিয়া হয়ে লোহাগাড়ায় নিয়ে আসে। এখান থেকে নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই উল্লুকটিকে উদ্ধার করে পুলিশ। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দুই জনকে।’
চুনতি বণ্যপ্রাণি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘এটি ওয়েস্টার্ন হোলক গিবন বা পশ্চিমা উল্লুুক প্রজাতির একটি পুরুষ উল্লুক। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) তালিকা অনুসারে উল্লুক লাল তালিকাভুক্ত বিপন্ন প্রাণী।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. ফরিদ আহসান বলেন, আবাসস্থল ধ্বংসের কারণে উল্লুক বিপন্ন হয়ে পড়েছে। সিলেটের লাউয়াছড়াসহ কয়েকটি বনে এবং চট্টগ্রামের দুয়েকটি বনে এখনও উল্লুক আছে। এর মোট সংখ্যা হবে ৩০০ এর মতো।
বিডি প্রতিদিন/এএম