আওয়ামী লীগের উস্কানীর ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সকালে নগরীর নাসিমন ভবনস্থল দলীয় কার্যালয়ে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি জানাতে ডাকা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আমীর খসরু।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কত ধরনের চাপ, বাধা-বিপত্তি আছে, কিন্তু সবকিছু উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা আগামীকালের (বুধবার) সভা সফল করার জন্য এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে তো একটা রেজিম চলছে। আওয়ামী লীগকে তো আমি সরকারি দল বলি না, আওয়ামী লীগ রেজিমের একটা অংশ। তারা বুঝতে পারছে জনগণ তাদের সাথে নেই, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা আর রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারছে না। এজন্য বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে।’
নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি অনুরোধ করছি, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দেবেন না। আমরা যেভাবে এগোচ্ছি, সেভাবেই শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিপুল জনসমাগমের মাধ্যমে মহাসমাবেশ শেষ হবে। আমরা কোনো ধরনের ফাঁদে পা দেব না। অনেকে চেষ্টা করবে এদিক-সেদিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আমাদের সেদিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদের শক্তিক্ষয় করার জন্য তারা অনেক কিছু করবে, অনেক কিছু বলবে, অনেক গুজব ছড়াবে, এতে কর্ণপাত করবেন না। ধৈর্য ধরবেন। পূর্ণমাত্রার ধৈর্য ধরতে হবে। ধৈর্যর যাতে কোনো অভাব না হয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, গোলাম আকবর খোন্দকার, দক্ষিণের আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগরের আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন