চট্টগ্রাম নগরীতে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। বৃহস্পতিবার সকালে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ এলাকার মহেশখাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম