বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে কিন্তু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই ক্ষমতায় থাকতে পারবে না।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১২ অক্টোবর সমাবেশে আসার পথে নগরের আমবাগানে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা ইউসুফকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
আমির খসরু বলেন, জনগণ রাস্তায় নেমেছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবে না। লাখ লাখ লোকের সমাবেশে হামলা মামলা করে বাধাগ্রস্ত করার ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু জনস্রোতকে আটকে রাখতে পারেনি। এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনাকে জনগণ একটি বার্তা দিয়েছে, হামলা মামলা করে কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বিএনপির সঙ্গে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে এটাই হচ্ছে আন্দোলনের সফলতা।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ আজিজ, যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন, ড্যাব নেতা ডা. তমিজ উদ্দিন মানিক, ডা. বেলায়েত হোসেন ডালি, ডা. সরোয়ার আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল