চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল অহিদিয়া সেতু এবং আনোয়ারা উপজেলার বরকল সেতুর নির্মাণ কাজ শেষ। এখন সেতুটি দু'টি উদ্বোধনের অপেক্ষায় আছে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্মিত সারাদেশের ১০১টি সেতু উদ্বোধন করার কথা। এসময় এই সেতু দু'টি উদ্বোধন করা হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে নির্মাণ কাজ শেষ হওয়া সেতু দু'টির সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মনিটরিং টিম-১। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছেরের নেতৃত্বে আসা মনিটরিং টিমের অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, দোহাজারি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ প্রমুখ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের বলেন, মহাসড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত নিরবচ্ছিন্ন ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে দেশে সেতু নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামের কালারপুল ও বরকল সেতু দু'টি গ্রামীণ জনপদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু দুইটির কাজ শেষ। চলতি মাসেই উদ্বোধন করার প্রস্তুতি চলছে। সেতু দুটি দক্ষিণ চট্টগ্রামের এলাকার দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন ও নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জানা যায়, কর্ণফুলি উপজেলার কালারপোল অহিদিয়া সেতুটি প্রায় ১৮০.৩৭৩ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থ। সেতুর উভয় পাশে ৫৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকা। সেতুটি পটিয়া ও কর্ণফুলী উপজেলাকে সংযুক্ত করেছে।
অন্যদিকে, গাছবাড়িয়া-চন্দনাইশ-বরকল-আনোয়ারা সড়কের চাঁদখালী নদীর উপর নির্মিত বরকল সেতু। ২৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দৈর্ঘ্য ১১৭ দশমিক ৩১ মিটার এবং ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। সেতুর উভয় পাশে ৭৭০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩.৭৯ কোটি টাকা। এছাড়া এ সেতুর দুইপাশে ২.০১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০০ মিটার রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে যাতে ব্যয় হয়েছে ২.০১ কোটি টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ