কর্ণফুলী নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কর্ণফুলী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
তবে তাদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, এফভি মাগফেরাত ট্রলারের আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
কর্ণফুলী নদীর ইছানগরের সি রিসোর্স ঘাট এলাকায় ‘এফভি মাগফেরাত’ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন সাতজন। এদের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে তিনটা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
তারা হলেন-এফবি মাগফেরাত ট্রলারের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ডক কর্মচারী রহমত আলী ও ফিশিং মাস্টার জহিরুল ইসলাম। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ট্রলারের ডুবুরি মো. ফয়সাল।
বিডি প্রতিদিন/এমআই