চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেলের পাইপলাইন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আসায় কোনও দুর্ঘটনা ঘটেনি।
শনিবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ গণমাধ্যমকে জানান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই উপসহকারী পরিচালক।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ গণমাধ্যমকে জানান, ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।
বিডি প্রতিদিন/কালাম