চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম সিভিল সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৮৩ জন। ইতোমধ্যে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, চমেক হাসপাতালে নয় মাসের এক শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ১৩ অক্টোবর শিশুটি ভর্তি হয়েছিল।
বিডি প্রতিদিন/এএম