ভাইরাল হেপাটাইটিস বর্তমান বিশ্বের একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বের প্রায় সাড়ে ৩২ কোটি লোক হেপাটাইটিস রোগে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্যি যে, আক্রান্তদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজের শরীরে এই রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না। সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১৩ লক্ষ লোক ভাইরাল হেপাটাইটিসে মারা যায়। লিভার ক্যান্সারে মারা যাওয়া প্রতি ৩ জনের ২ জনই হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’তে আক্রান্ত হয়ে থাকেন। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ হাজার মানুষ হেপাটাইটিস জনিত রোগে মারা যায়। এছাড়া, বাংলাদেশে শতকরা ৩.৫ শতাংশ গর্ভবতী মা হেপাটাইটিসে আক্রান্ত।
শনিবার বিকালে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে সরাইপাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আয়োজিত হেপাটাইটিস সচেতনতা সভা ও বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন লিভার কেয়ার সোসাইটির আজীবন সদস্য মোহাম্মদ আসিফুল হক চৌধুরী। আয়োজিত কর্মসূচিতে তিনশতাধিক এর অধিক বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং পরীক্ষা করানো হয় এবং আগতদের হেপাটাইটিস প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।
বিডি প্রতিদিন/এএম