চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও যুবদলের দুই নেতা দলীয় বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন।
শনিবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় নগরের দোস্ত বিল্ডিংয়ের নিচে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী আনসার ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকা।
আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভা ছিল। যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা ছিলেন। এই সভায় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল উপস্থিত ছিলেন। সভায় দক্ষিণ জেলা বিএনপির উপজেলা পর্যায়ের কমিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে হুমায়ুন কবির চৌধুরী আনসার ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকাকে ছুরিকাঘাত করা হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা হামলা করেছে তা জানার চেষ্টা করছি।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপির অফিসের নিচে দলীয় বিরোধ নিয়ে মারামারি করার কথা শুনেছি। তবে এই বিষয়ে কেউ অভিযোগ করেননি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন