চট্টগ্রামে একটি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অপহরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- জাহেদ আলম, বেলাল হোসেন, মো কাউসার এবং মো ইমন। রবিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নগরীর হালিশহর থানাধীন মুহুরীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, রবিবার দুপুরে কোতোয়ালী থানাধীন কে সি দে রোড এলাকা থেকে অপহৃত হন বীমা কর্মকর্তা খোরশেদুল আলম। পরে তাকে হালিশহর নিয়ে গিয়ে একটি ফ্ল্যাটে জিম্মি করে এক নারীর সাথে আপত্তিকর ছবি তুলে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। ৪৫ হাজার টাকা আদায়ও করা হয় তার পরিবারের পক্ষ থেকে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে হালিশহরে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় খোরশেদকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, তারা সিএনজি নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে। বয়স্ক, নিরীহ প্রকৃতির লোক দেখলে তাদের টার্গেট করে অপেক্ষাকৃত কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তোলে। এরপর জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে মেয়েদের সাথে আপত্তিকর ছবি তুলে টাকা দাবি করে। এ চক্রে আরও কয়েকজন সদস্য আছে। একইভাবে গত একমাসে তারা এমব আরও দুইটি ঘটনা ঘটায়। কিন্তু লোকলজ্জার ভয়ে ভিকটিম মামলা করেননি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ