চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালিয়েছেন মো. হাফিজ আল আসাদ প্রকাশ ফাহিম নামের এক আসামি।
রবিবার (১৬ অক্টোবর) বিকেলে মারাত্বক আহত অবস্থায় ফাহিমকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তিনি পালিয়ে যান। সোমবার (১৭ অক্টোবর) তার পালিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার শাকিল সোলতানা বলেন, মারাত্বক আহত অবস্থায় ফাহিমকে গ্রেফতার করে পুলিশ। পরে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অপারেশনের জন্য নিয়ে গেলে অপারেশন থিয়েটার থেকে পালিয়ে যান ফাহিম। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির সময় ফাহিমের এক হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তার বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ