চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচনে ১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
ভোট কেন্দ্র থেকে আটক দুই :
নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার চেষ্টাকালে দুই জনকে আটক করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির শহীন বীর মুক্তিযোদ্ধা শফিকুন নুর মাওলা গণ মিলনায়তন এবং কর্ণফুলী শিকলবাহা ক্রসিংয়ের রিভারভিউ কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়। তাদের আটকের বিষয়টি স্বীকার করেছেন রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন