পরিচয় গোপন রেখে চট্টগ্রামে আত্মগোপনে থাকা যশোরের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই সন্ত্রাসীর নাম জাহিদ হাসান ওরফে বোমা জাহিদ। মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড এলাকার একটি পোশাক কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, দাঙাবাজিসহ দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
র্যাব-৭ সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী বলেন, বোমা জাহিদ গ্রেফতার এড়াতে এক বছর আগে যশোর থেকে চট্টগ্রামে চলে আসেন। নিজের নাম পাল্টে নাহিদুল ইসলাম সজিব এবং মিথ্যা তথ্য দিয়ে চট্টগ্রামে বিভিন্ন পোশাক কারখানায় প্রহরীর কাজ করে আসছিল। সর্বশেষ সিইপিজেড এলাকায় একটি কারখানায় কর্মরত ছিল। ওই কারখানায় সে তিন মাস আগে যোগ দিয়েছিল। তার চট্টগ্রামে অবস্থানের খবর পেয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। মঙ্গলবার রাতে ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম