সন্ত্রাসী হামলায় শ্রমিক নিহতের ঘটনায় উত্তাল দেশের অন্যতম পাইকার বাজার চাক্তাই খাতুনগঞ্জ। আসামিদের গ্রেফতারের দাবিতে গত দুইদিন ধরে পণ্য উঠানামা বন্ধ রেখে বিক্ষোভ করছে শ্রমিকরা। ফলে বুধবারও দেশের বৃহৎ এ পাইকার বাজার কার্যত অচল রয়েছে।
চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘সন্ত্রাসী হামলায় শ্রমিক নিহতের ঘটনায় পণ্য উঠানামা বন্ধ রেখে শ্রমিকরা। ফলে চাক্তাই খাতুনগঞ্জ এক প্রকার অচল রয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।’
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় খাতুনগঞ্জের চাঁন মিয়া লেনে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হন মাসুদ নামে এক শ্রমিক। রাতেই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। তখন পণ্য ওঠানামা বন্ধ রাখে। বিকেলে এ নিয়ে প্রশাসনের সাথে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। প্রশাসনের আশ্বাসের পর সন্ধ্যায় সচল হয় খাতুনগঞ্জ। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হলে ফের উত্তপ্ত হয়ে উঠে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল, সমাবেশ করে। আবারও অচল হয়ে পড়েছে খাতুনগঞ্জের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এসময় কিছু দোকানপাট খোলা থাকলেও খাতুনগঞ্জ ছিল ক্রেতাশূন্য।
মাসুদের ওপর হামলার ঘটনায় পিকআপ চালক মোহাম্মদ রাসেলসহ তিনজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছেলে বাবুল। কোতোয়ালী থানার অফিসার ওসি জাহিদুল কবীর বলেন, ‘আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতারে আওতায় আনতে পারবো।’
বিডি প্রতিদিন/এএম