চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের ব্রেক ওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল ড্রেজিং নিয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে এ চুক্তি সাক্ষর হয়। পরামর্শক প্রতিষ্ঠানটি ব্রেক ওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল ড্রেজিংয়ের ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ড্রয়িং, প্রাক্কলন ও দরপত্র দলিল তৈরিতে কাজ করবে।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, শেলহর্ন ইঞ্জিনিয়ার্স শেলক্রাফট এমবিএইচের প্রতিনিধি ম্যানফ্রেড ভস, কেএস কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বে-টার্মিনাল চট্টগ্রাম বন্দরের একটি স্বপ্নের প্রকল্প। এ প্রকল্পের ব্রেক ওয়াটার ও ক্যাপিটাল ড্রেজিংয়ের ডিটেইল ড্রয়িং ডিজাইনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান আগামী ৬ মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবে। এরপর আমরা মূল কাজে এগোতে পারব।
বিডি প্রতিদিন/এএম