৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:১১

চিনির দাম নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম


চিনির দাম নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে অভিযান

চিনির দাম নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে অভিযান

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে চিনির দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে চারটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, চিনির বাজার নিয়ন্ত্রণে নানা অনিয়মের কারণে চারটি দোকানকে জরিমানা করা হয়েছে। তাছাড়া বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করা হলেও চিনি উৎপাদনকারী মিলের বিষয়ে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চিনি নিয়ে বাজারে কোনো অস্থির পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না। ক্রেতারা সরকার নির্ধারিত মূল্যে চিনি ক্রয় করার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর