চট্টগ্রাম নগরের কাজীর দৈউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে নগরের নন্দনকানন ফায়ার সার্ভিসের দুইটি টিম কাজ করছে।
নন্দনকানন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ