২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীসহ এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরিফর রহমানের আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, বুধবার আদালতের কার্যক্রম চলাকালে অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীকে কারাগার থেকে আদালতে আনা হয়। তার উপস্থিতিতে দুটি মামলার অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৫৮ জন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মডেল থানার বটতলা এলাকার সড়কে ব্যারিকেড দিয়ে মহাসড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে দণ্ডবিধির কয়েকটি ধারায় ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় ৫৮ জনকে আসামি করে ২০১৫ সালের অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আসামিদের মধ্যে ৫৫ জন জামিনে এবং ৩ জন পলাতক রয়েছেন। অন্য মামলাটি হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশের কাজে বাধা দেওয়া, ইট পাথর নিক্ষেপ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা। এই মামলায় ২০১৫ সালে ৪৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের মধ্যে ২২ জন জামিনে ও ২৫ জন পলাতক রয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল