চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- নীর আহম্মদ এবং আনছাসরুল করিম। অভিযানে তাদের কাছ থেকে ২৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার রাতে জেলার বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজারের হ্নীলা এলাকার বাসিন্দা।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফ হোসেন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৪শ’ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম