চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জিন্নাতুন নেসা (৫০) নামের এক নারী মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরীহাট এলাকায় শাহজালাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম জানান, জিন্নাতুন নেসার বাড়ি নোয়াখালী জেলার চরজব্বর থানার চরহাসান গ্রামে। তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলে নিয়ে শাহজালাল আবাসিক এলাকায় থাকতেন। সোমবার সকালে স্থানীয় শাহজালাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে গুরতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম