চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বানিগ্রামের বাসিন্দা ফয়েজ আহমদকে (৬০) নবম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পটিয়ার মালিয়ারা গ্রাম থেকে কালারপোল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।
২০১৯ সালের ১ ও ১৬ মে ঘটনাটি ঘটলেও এতদিন অভিযুক্ত আসামি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ ও ১৬ মে আসামি তার বসতবাড়ির পার্শ্ববর্তী মুরগির ফার্মের পেছনে এবং নিজ ঘরে ভুক্তভোগীকে দুইবার বলাৎকার করেন। দ্বিতীয়বারের ঘটনার সময় চিৎকার করলে স্থানীয়রা ওই শিশুকে তার কাছ থেকে উদ্ধার করেন। এই ঘটনায় ২০১৯ সালের ৩ জুন ভুক্তভোগী শিশুর বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে আসামি পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার ফয়েজ আহমদকে গ্রেফতার করা হয়।ভুক্তভোগী শিশুর পিতা বলেন, নবম শ্রেণির একজন শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করা হয়। শুধু এটি নয়, এলাকায় এ রকম আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছেন তিনি। আমি এ ঘটনার শাস্তি চাই।
কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাসেল বলেন, গত বৃহস্পতিবার মালিয়ারা গ্রাম থেকে ফয়েজ আহমদ নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল