মাকে ভরণপোষণ না দেয়ায় এবং বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য মারধরের অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ছেলের নাম মোহাম্মদ নাছির। বুধবার রাতে নগরীর বন্দর থানাধীন হালিশহর আদর্শপাড়া থেকে নাছিরকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, মা আনোয়ারা বেগম অভিযোগ করেন ছেলে ভরণ-পোষণ ও কোন ধরণের খোঁজ খবর নেন না। উল্টো মাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এ বিষয়টা স্থানীয় লোকজনও মিমাংসের জন্য একাধিকবার চেষ্টা করেন। এরপর উল্টো অভিযুক্ত নাছির নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। গত বুধবার নাছির ফের নির্যাতন করলে মা থানায় এসে অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে নাছিরকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম