ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের কমলদহ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৬), মৃত আবুল কাশেমের ছেলে মো. জনি (১৫), ওয়াহেদপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে মো. ইমাম (১৬)। আকিব ও জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
কুমিরা হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে মোটরসাইকেল নিয়ে ৪ কিশোর ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি সংগটিত হয়। এ সময় ঘটনাস্থলে তিন কিশোরের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরেক কিশোরের অবস্থা আশংকাজনক। এখনো তার পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম