চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় ১৬ বছরের মেয়েকে পাশবিক নির্যাতনের দায়ে তার বাবা নুর উদ্দিন মিঠুকে (৪২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত মিঠু ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী জানান, আটজন সাক্ষীর সাক্ষতে মিঠু তার মেয়েকে পাশবিক নির্যাতন করেছে বলে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল মিঠুকে আমৃত্যু কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর রেল স্টেশনের উত্তর পাশের বাড়িতে ১৬ বছরের মেয়েকে জুস পান করিয়ে পাশবিক নির্যাতন করে মিঠু। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে একই মাসের ১৫ জুন থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে একই বছরের ২৩ অক্টোবর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
বিডি প্রতিদিন/এএম