এক দফা দাবিতে বিএনপি’র ডাকা দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল, পিকেটিং করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় তারা দু'টি বাস, একটি সিএনজিতে অগ্নি সংযোগ করেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই পালিত হয় অবরোধের দ্বিতীয় দিন।
সিএমপি’র পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘সকালে দুবৃর্ত্তরা একটি সিএনজিতে আগুন দেয়। একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। তাদের বিষয়ে যাছাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জেলার আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘সোমবার ভোরে দুবৃর্ত্তরা একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
সোমবার ভোরে আনোয়ারা চাতরি চৌমুহনী বাজার এলাকায় একটি বাসে আগুন দেয় দুবৃর্ত্তরা। পরে পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করে। সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিতে আগুন দেয় দুবৃর্ত্তরা। এ সময় তারা একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে আটক করেছে। এর আগে রবিবার রাতে নগরীর অক্সিজেন এলাকায় একটি বাসে আগুন দেয় দুবৃর্ত্তরা। অবরোধের সমর্থন নগরীর ও জেলার বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর বিএনপির দফতরের সমন্বয়কারী মো ইদ্রিস আলী বলেন, পুরো নগরীতে শান্তিপূর্ণ ভাবে অবরোধ পালন করেছে বিএনপি। বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে। আমাদের নেতাকর্মীদের ওপর পুলিশী হয়রানি অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত