চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পেছনে রেললাইনে নাশকতার চেষ্টাকালে আব্দুর বারেক পিয়ারু (৪০) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পিয়ারু ৬ নম্বর ওয়ার্ড সমাদরপাড়া এলাকার মৃত আবদুল কাসেমের ছেলে। তিনি জঙ্গল সলিমপুরের রোকন মেম্বারের সহযোগী বলে পুলিশ জানায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল বলেন, নাশকতার উদ্দেশ্যে পিয়ারু অস্ত্রসহ রেললাইনে অপেক্ষা করার গোপন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি অত্যাধুনিক ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পিয়ারু নাশকতার মূলহোতা ও জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী রোকন মেম্বারের সহযোগী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনায় ৯টি মামলা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল