২৫ মে, ২০২৪ ১৬:৪৪

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মুহুরী বটতল এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, আব্দুল মোতালেব টুকু (৭০) ও মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। শনিবার মির্জাপুর ইউনিয়নে মুহুরীহাট বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দীন ভুইয়া বলেন, বাস ও সিএনজি সংঘর্ষের ঘটনায় অটোরিকশায় দুই যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে একজন। নিহত দুইজনই হাটহাজারী ফরহাদাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর