সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে মণ্ডপে মণ্ডপে বিএনপির নেতা-কর্মীরা দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। রবিবার নগরীর চেরাগী পাহাড় হিন্দু ফাউন্ডেশন কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতাদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শামীম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক। বিএনপি জনমানুষের কল্যাণে কাজ করে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘর পাহারা দিয়েছে। যার ফলে পতিত স্বৈরাচার সুযোগ নিতে পারেনি। কিন্তু তারা সম্মুখে না থাকলেও গোপনে ওৎ পেতে রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী, সাবেক সভাপতি ইন্দু নন্দন দত্ত, সহসভাপতি বিপুল দত্ত, বিজয় গোপাল বৈষ্ণব, সুনীল ঘোষ, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরিসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ