চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র নেওয়ার পাশাপাশি পুরো ঘরকে তছনছ করে দিয়ে গেছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে সাতবাড়িয়া ইউনিয়নের কুয়েত প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয় রবিবার।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
ভুক্তভোগীদের বরাতে ওসি ইমরান জানান, জরুরি কাজে তাদের পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে ছিলেন। এই সুযোগে চোরের দল ঘরে ঢুকে সবকিছু তছনছ করে গেছে। তাদের দাবি চোরের দল ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকাসহ অন্যান্য দামি ও জরুরি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ