চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি অগ্নিকান্ডে তিনটি ফার্নিচার কারখানা ও একটি টেক্সটাইল কারখানা পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ও সোমবার ভোরবেলা নগরীর কাট্টলী ও কালুরঘাট এলাকায় এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরমধ্যে ফার্নিচার কারখানাগুলো অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। টেক্সটাইল কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, রবিবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১ নং সড়কে পাশাপাশি তিনটি ফার্নিচার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ৭টা পর্যন্ত চেষ্টা করে আগুন পুরোপুরি নেভানো হয়। এরমধ্যেই কারখানা তিনটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এসময় ঘটনাস্থল থেকে মালামাল নিরাপদে সরিয়ে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এদিকে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দীন জানান, সোমবার ভোরে কালুরঘাটের পরিত্যক্ত অবস্থায় থাকা টেক্সটাইলের কারখানায় আগুন লাগে। কারখানাটি তিন বছর ধরে বন্ধ থাকায় সেখানে কিছু খালি কার্টন ছাড়া তেমন কিছু ছিলো না। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম