ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় মো. জাহেদ (২৭) নামের এক যুবককে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহেদ পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, কিছুদিন ধরে প্রাইভেটকার নিয়ে মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতির অভিযোগ পাওয়া যাচ্ছিলো। রবিবার রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল বাঁশবাড়িয়া এলাকার মহাসড়কের যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে পুলিশের একটি দল বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালায়। এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও জাহেদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করা হয়।
পরবর্তীতে জাহেদকে আসামি করে সীতাকুণ্ড থানায় ডাকাতি প্রস্তুতির মামলা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা