চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার হক মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তিনটি দোকানের অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ