বন্যপ্রাণী ধরে খাঁচায় বন্দী ও বিক্রির অভিযোগে দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে বন্য প্রাণ্য সংরক্ষণ বিভাগ।
তারা হলেন- মো. হোসেন মিন্টু, তার স্ত্রী রানী আকতার এবং মো. হৃদয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর আলকরণ এলাকার ৩নং গলি থেকে বিভিন্ন জাতের পাখিসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলকরণ এলাকায় অভিযান চালানো হয়। বিভিন্ন জাতের পাখি বন্দী উদ্ধার করা হয়। অভিযানে খাঁচায় পাখি বন্দী এবং বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন