চট্টগ্রামে ‘ডিসি পার্কে’ মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ এই উৎসবের উদ্বোধন করেন। ১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক সমাহার নিয়ে তৃতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এই উৎসবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, ভাসমান ফ্লাওয়ার গার্ডেনের আয়োজন করা হয়েছে। উৎসব প্রাঙ্গণে করা হয়েছে গণঅভ্যুত্থান কর্ণার।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, মুহাম্মদ আনোয়ার পাশা, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে চট্টগ্রামের ফৌজদারহাট সংলগ্ন এলাকাটি অবৈধ দখলে থাকার পর দুই বছর আগে জেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯৪ একর খাসজমি উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় সংস্কার শেষে সেখানে ডিসি ফ্লাওয়ার পার্ক প্রতিষ্ঠা করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল