চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে এক কিশোরকে অপহরণের অভিযোগে আসিফ হোসেন (১৭) নামের আরেক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে লক্ষীপুর জেলার রামগতি ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসিফ চান্দগাঁও থানার ময়দার মিল এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ঋতু নাথ নামে এক কিশোর অপহরণের ঘটনায় তার অভিভাবক থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। একইসাথে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ