চট্টগ্রামে একাধিক মামলায় অভিযুক্ত যুবলীগের নেতা মো. এরশাদ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৫ জানুয়ারি) রাতে নগরীর মোহরা এলাকায় এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলা রয়েছে। তিনি চান্দগাঁও থানার বেপারীপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক আরএম মোজাফফর হোসেন জানান, ৫ আগস্টের পর থেকে নগরীর বিভিন্ন স্থানে পলাতক ছিলেন এরশাদ। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা, নাশকতা ও চাঁদাবাজির ৫টি মামলা আছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম