চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে গত এক বছরে নতুন ভোটার বেড়েছে ৮৭ হাজার ৩৬৩ জন। এর মধ্যে নগরীর চারটি আসনে নতুন ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৪৪ জন। আর জেলার বাকি ১২ আসনে নতুন ভোটার হয়েছেন ৭১ হাজার ৭১৯ জন। আসন প্রতি গড় বিবেচনায় শহরের তুলনায় গ্রামে ভোটার বেড়েছে বেশি। পূর্বের ভোটারসহ চট্টগ্রাম নগর ও ১৫ উপজেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জনে। ভোটারদের খসড়া তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সবমিলিয়ে ৮৭ হাজার ৩৬৩ নতুন করে গত এক বছরে ভোটার হয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, নগর এলাকায় নতুন ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৪৪ জন। ফলে নগরীর চারটি আসনের মধ্যে আসনপ্রতি গড় ভোটার হয়েছেন ৩ হাজার ৯১১ জন করে। আর ১৫ উপজেলার ১২টি সংসদীয় আসনে ৭১ হাজার ৭১৯ জন মোট ভোটার হয়েছেন। ফলে এসব আসনে আসন প্রতি গড়ে ভোটার বেড়েছে ৫ হাজার ৯৭৭ জন করে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ১৬ আসনের নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫৩ জন, নারী ২৭ হাজার ৩০৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন দুই জন। নতুন ভোটারসহ চট্টগ্রাম নগরে মোট ভোটার ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭ জন। জেলার ১৫ উপজেলায় মোট ভোটার ৪৫ লাখ ৬৪ হাজার ৪৩৮ জন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, নতুন ভোটারসহ উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোট ভোটার এখন ৩ লাখ ৭৭ হাজার ৭৫১ জন। সীতাকুণ্ডে মোট ভোটার ৩ লাখ ৪১ হাজার ৫৯৭ জন। সন্দ্বীপে ২ লাখ ৬১ হাজার ৪৪৬ জন, ফটিকছড়িতে ৪ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। হাটহাজারীতে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪৭০ জন, রাউজানে ৩ লাখ ২৭ হাজার ১৯ জন, রাঙ্গুনিয়ায় ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন।
দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৩৯ জন, পটিয়ায় ৩ লাখ ৩৯ হাজার ৬৮৫ জন, কর্ণফুলীতে এক লাখ ২৯ হাজার ৬২৬ জন, আনোয়ারায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৩১১ জন, চন্দনাইশে এক লাখ ৯৪ হাজার ৯০১ জন, সাতকানিয়ায় ৩ লাখ ৪১ হাজার ৮৫১ জন, লোহাগাড়ায় ২ লাখ ৪১ হাজার ৪২৫ জন ও বাঁশখালীতে ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন।
এদিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। চান্দগাঁও এলাকায় ৩ লাখ ১৯ হাজার ৮২৬ জন। কোতোয়ালিতে মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ১৫৮ জন। ডবলমুরিংয়ে ৪ লাখ ৩০ হাজার ৩২৫ জন। পাহাড়তলীতে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৮৮২ জনে ও বন্দর থানা এলাকায় মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৭১০ জন।
বিডি প্রতিদিন/নাজমুল