চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলী এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টায় পাহড়তলী ওয়ার্কশপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। সেই সাথে মৃত্যুর কারণ ও ধরণ অনুসন্ধানে কাজ করছে।
এদিকে পুলিশের কাছ থেকে পাওয়া লাশের ছবিতে দেখা গেছে, লাশের পরনে ছাই রংয়ের প্যান্ট ও সবুজ রংয়ের ফুলহাতা টিশার্ট পরানো ছিলো। মুখের মধ্যে স্কস টেপ দিয়ে পেঁচানো ছিলো। দুই হাত নাইলনের রশিতে বাঁধা ছিলো।
বিডি প্রতিদিন/এএম