চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৫টি মামলায় পলাতক আসামি নিজাম উদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব। রবিবার সীতাকুণ্ড পৌরসভার এয়াকুবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। নিজাম সীতাকুণ্ডের জোড় আমতল এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর উপপরিচালক মো. সাদমান সাকিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিজামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম