চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মা ও ভাইয়ের হাতে খুন হয়েছেন আনিকা আক্তার (২৫) নামের এক তরুণী। রবিবার বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সোনা মিয়া হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের মা রোখসানা আক্তার ও ছোটভাই রোকন উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনিকার বাবা নাজিম উদ্দিন প্রবাসী। তার দুটি সন্তান আছে।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আনিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ওই তরুণী কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ইতিমধ্যে অভিযুক্ত আনিকার মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবকিছু স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়ের হচ্ছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের বরাতে পুলিশের একটি সূত্র জানিয়েছে, রবিবার বিকেলে মা রোখসানার সাথে মেয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আনিকা তার মাকে মারতে শুরু করে। এসময় পাশের ঘরে থাকা তার ছোট ভাই রোকন এসে বোনকে থাপ্পড় দিলে ভাইকেও মারতে থাকেন তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে মা তার মেয়েকে চেপে ধরেন। ভাই রোকন গিয়ে বোনের গলায় ছুরি দিয়ে আঘাত করলে আনিকার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম